খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীতে আসছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নেতাকর্মীরা উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে প্রবেশ করছেন।

সমাবেশে যোগ দিতে আসা টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী ইমরান হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে সমাবেশে যোগ দিতে ভোরে রওনা দিয়েছি। সকাল সাড়ে আটটার দিকে এসে পৌঁছেছি। আজকের ছাত্রসমাবেশ ঘিরে নতুন বার্তা দিতে চায় ছাত্রলীগ। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ছাত্রসমাজের অকুণ্ঠ সমর্থনের জানান দিতে চায় সংগঠনটি।

আজকের ছাত্রসমাবেশে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী যোগ দেবেন বলে জানিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটি। এ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।