বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: হোসনে আরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা ওঠে পরে লেগেছে। তত্বাবধায়ক সরকারের দাবির নামে বিএনপি-জামায়াত নাশকতার পথ বেছে নিয়েছে। মনে রাখতে হবে, বাংলার মাটিতে তত্বাবধায়ক সরকার আর আসবে না।'

রোববার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর শহরের পোদ্দারপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রের মাঝে মশারি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে হোসনে আরা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

উল্লেখ্য, হোসনে আরার নিজস্ব অর্থায়নে দুই হাজার হতদরিদ্রের মাঝে মশারি এবং খিচুড়ি বিতরণ করা হয়।