জামায়াতের ৮ নেতা কারাগারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

জামায়েত নেতাদের কারাগারে নেওয়া হচ্ছে, ছবি:বার্তা২৪

জামায়েত নেতাদের কারাগারে নেওয়া হচ্ছে, ছবি:বার্তা২৪

বরিশালে সংসদ নির্বাচনকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগে বরিশাল জেলা (পূর্ব) জামায়াতের আমীরসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে নগরীর সিএন্ডবি সিএন্ডবি রোডের ফরাজী ওয়ার্কশপ এলাকার একটি বাসা থেকে ওই ৮ জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, বরিশাল জেলা (পূর্ব) জামায়াতের আমীর মো: শাহ আলম (৬৩), মো: ফিরোজ আলম মামুন (৫৫), মোজাম্মেল হক (৫০), সাইফুর রহমান (৬৫), হুমায়ুন কবির হাওলাদার (৬৫), রহমান আকন(২৫) আজিজুর রহমান সরদার (৪১) মো. রাকিব হোসেন তালুকদার।

এসময় তাদের কাছ থেকে বই, লিফলেট ও দাওয়াত পত্র উদ্ধার করা হয়। এছাড়া যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা নির্বাচন বানচাল জন্য সভা করছিলেন। সেই সভার রেজ্যুলেশন বহিও উদ্ধার করা হয় অভিযানে।

ওসি আরও জানান, দুপুরে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বাদী হয়ে জামায়াতের ওই ৮ নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।