‘বিএনপি ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তানে পরিণত করবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

বিএনপি ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তানে পরিণত করবে বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডা.এস এ মালেকের জন্মদিন উপলক্ষে স্মৃতি তর্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন পাকিস্তান আমলে আমরা ভালো ছিলাম। যারা পাকিস্তান আমলকে ভালো মনে করে তারা রাজাকার। তারা স্বাধীনতা বিরোধী।বিএনপি এই স্বাধীন দেশে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে কথা বলে।তাদের মাথায় সবসময় পাকিস্তানের চিন্তাধারা থাকে। তারা ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তানে পরিণত করবে।

তিনি বলেন, আমরা দেশকে কখনোই রাজাকারদের হাতে তুলে দিতে পারি না। বঙ্গবন্ধু পরিষদের এবার সময় এসেছে রাজপথে নামার। মানুষকে বোঝানো উচিত বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে রক্ষা করার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি বলে খালেদা জিয়া আর তারেক রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিল। আমি মনে করি এরা মূলত পালিত যোদ্ধা ছিল।

এতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড.আ আ ম স আরেফিন সিদ্দিক,বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল,বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন,প্রখ্যাত সমাজতত্ত্ববিদ ড. খন্দকার সাখাওয়াত আলী, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড.এ জে এম শফিউল আলম ভূইয়া প্রমুখ।