বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের সময় গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকার বাগবাড়ী থেকে পুলিশ তুলে নিয়ে যায় তাকে। তবে, পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জানা যায়, এ সময় বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত না থাকলেও ডেকোরেশনের লোকজন চেয়ার ও মাইক প্রস্তুত করছিল। পরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা সেগুলো সরিয়ে ফেলে।

এদিকে গাবতলী বাস টার্মিনালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো অবস্থান নিয়েছে। ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন। এছাড়াও সকালে গাবতলীতে ব্যাপক সংখ্যক পুলিশ ও আনসারের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করছে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে।