সোহরাওয়ার্দীতে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয়বাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার তারুণ্যের সমাবেশ করবে। ঢাকার এই তারুণ্য সমাবেশে ব্যাপক শোডাউন দেখাতে চায় বিএনপি।

দলীয় সূত্র জানায়, শনিবার ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন। শুক্রবার রাতে কর্মসূচি ও দিনক্ষণ চূড়ান্ত করছে দলটি।

বিজ্ঞাপন

প্রথম ধাপের পদযাত্রা কর্মসূচির পর পরবর্তী জোরালো কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সেখানে মহাসমাবেশের বিষয়টি উঠে আসে । পরবর্তীতে সমমনা কয়েকটি দলের সঙ্গে এই বিষয়ে আলাপ করে বিএনপি। সমমনাদের মতামতও গ্রহণ করেন দলটির শীর্ষ নেতারা।

সূত্র জানায়, ২৬, ২৭ অথবা ২৯ জুলাই বিএনপি মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে বিষয়টি চূড়ান্ত হলে আজ শনিবার ঘোষণা আসতে পারে।

বিএনপির নেতারা জানান, সমাবেশের দিন অর্থাৎ আজ সকাল থেকেই অঘোষিতভাবে রাজধানীতে প্রবেশ মুখ বন্ধ হয়ে যেতে পারে। তাই রাতের মধ্যেই বড় অংশের নেতাকর্মীকে ঢাকায় প্রবেশের নির্দেশ দিয়েছেন তারা। এছাড়া আশপাশ থেকে যারা যানবহন বন্ধ করে দিলেও হেঁটে আসতে পারবেন তাদের খুব ভোরে সমাবেশস্থলে যোগ দিতে বলা হয়েছে।