বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক বিকালে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফার আন্দোলন জোরদার করতে ‘যৌথ রূপরেখা’ নির্ধারণে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করবে বিএনপি।

বুধবার (৫ জুলাই) বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে যৌথ রূপরেখা ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সূত্র বলছে, আজ রূপরেখা ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে। আগামী সপ্তাহের প্রথম দিকে যৌথ রূপরেখা ঘোষণা হতে পারে। বিএনপি চাচ্ছে একমঞ্চ থেকে যুগপৎ আন্দোলনের ইশতেহারের ‘যৌথ রূপরেখা’ ঘোষণা হোক।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতারা পৃথকভাবে সেই ঘোষণা দেওয়ার পক্ষে কথা বলেছেন। যদিও বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা ৩১ দফার ভিত্তিতে যৌথ রূপরেখার বিষয়ে একমত হয়েছেন।