সারাদেশে চেয়ার প্রতীকে লড়ছেন ২৮ প্রার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জনসংযোগে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ ছবি: বার্তা২৪

জনসংযোগে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ ছবি: বার্তা২৪

একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের অন্তর্ভুক্ত থেকেও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে ২৮টি আসনে নির্বাচন লড়াই করছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কয়েকটি আসন দেয়ার কথা ছিল দলটিকে। মহাজোটের কাঁটাছেড়ার ছকে বাদ পড়ে গেল ইসলামী ফ্রন্ট।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ডিসেম্বর) জনসংযোগকালে দলের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেন, 'মহাজোট থেকে প্রতীক না পেলেও আমরা এখনো মহাজোটের সাথে আছি।'

তাই দলটি সারাদেশে ২৮ টি আসনে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছে।

দলের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি শনিবার (১৫ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের বেলচোঁ, সেন্দ্রা বাজারসহ কয়েকটি স্থানে জনসংযোগ করেন।

চাঁদপুর-৫ আসনে ছয়জন প্রার্থী নির্বাচন করছেন। এখানে নৌকা প্রতীকে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও ধানের শীষ প্রতীকে ইঞ্জি. মমিনুল হক, মোমবাতি প্রতীকে মাওলানা আবু সুফিয়ান, গোলাপফুল প্রতীকে এবায়েদ মোল্লা ও হাতপাখা প্রতীকে মো. শাহাদাত হোসেন নির্বাচন করছেন।