খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ খবর জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে। তবে বৈরি আবহওয়ার জন্য খানিকক্ষণ পরে সাংবাদিকদের ব্রিফি করা হবে।

এর আগে, বিকেল ৫টা ২৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি হাসপাতালে পৌঁছান। কিডিন, হার্ট, লিভার সিরোসিসসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য এদিন এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের উদ্দেশ্যে রওনা করার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ অনেক নেতাকর্মীরা। এসময় বাসায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন।

এদিকে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।