ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে: মিনু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির নেতাকর্মীরা সরকারের পতন ঘটাবে মন্তব্য করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচনে বিএনপি নেই, খালেদা জিয়া নেই সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। মানুষ মুক্তি চায়। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে মহানগরীর কোর্ট স্টেশন এলাকার রাজপাড়া থানা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নেই, তেল নেই, আটা নেই। দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এই সরকারকে সরাতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।

এসময় কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।