জিএম কাদেরের সংসদ বর্জনের ডাক বুমেরাং হতে পারে!

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ডাকা সংসদ বর্জনের ঘোষণা বুমেরাং হয়ে যেতে পারে। অধিকাংশ সংসদ সদস্য সোমবার (৩১ অক্টোবর) অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন বলে রওশন এরশাদের ঘনিষ্ঠরা দাবি করেছেন।

রোববার (৩০ অক্টোবর ) রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার দাবীতে সংসদ বর্জনের ঘোষণা দেয় জিএম কাদের। বিকেল সাড়ে ৪ টায় অধিবেশন বসতে যাচ্ছে। দুপুর পর্যন্ত ১ টা পর্যন্ত ১২ জন সংসদ সদস্য যোগদান করতে যাচ্ছেন বলে জানা গেছে। জাতীয় পার্টির ৪ নারী সংসদ সদস্যসহ ২৬জন এমপি রয়েছেন বর্তমান সংসদে।

বিজ্ঞাপন

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বার্তা২৪.কমকে বলেছেন, রওশন এরশাদ ও রাহগীর আল মাহি সাদ এরশাদ দেশের বাইরে রয়েছেন। কয়েকজন ছাড়া প্রায় সকলেই অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন।

গত ৩১ আগস্ট রওশন এরশাদের পক্ষ থেকে ২৬ নভেম্বর পার্টির কাউন্সিলের ঘোষণা দিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। তার প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশনকে সরাতে গত ১ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেওয়া হয় জিএম কাদের এর পক্ষ থেকে। এরপর শনিবার (৩ সেপ্টেম্বর) জাপার বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যানের সভাপতিত্বে প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের-কে বিরোধীদলীয় নেতা করতে সংসদীয় দলের সভার প্রস্তাবণার প্রতি সমর্থন জানানো হয়।

এরশাদের মৃত্যূর পর থেকেই বিরোধীদলীয় নেতার পদ নিয়ে রশি টানাটানি চলছে। এরশাদের মৃত্যূর পর রওশন এরশাদ ও জিএম কাদের পৃথকভাবে চিঠি দিয়ে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য স্পিকারকে পত্র দেন। তখন বিরোধীদলীয় উপনেতা ছিলেন রওশন এরশাদ। স্পিকার শেষ পর্যন্ত রওশন এরশাদকে প্রমোশন দিয়ে বিরোধীদলীয় নেতা ও জিএম কাদেরকে উপনেতা করেন।