গণঅধিকার পরিষদের তিন নেতাকে অব্যাহতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গণঅধিকার পরিষদের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সংগঠনের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর স্বাক্ষরিত নোটিশে তাদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী আহ্বায়ক আজাদ আহমেদ পাটোয়ারী এবং সদস্য কাজী মোখলেস।

তাদের কেন বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী সাত দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামানের কাছে দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পরিষদ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।