ইশরাককে গ্রেফতার কাপুরুষোচিত ও ন্যক্কারজনক: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইশরাককে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: বার্তা২৪.কম

ইশরাককে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: বার্তা২৪.কম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতার কাপুরুষোচিত ও ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘তারুণ্যদীপ্ত বিএনপির এ বলিষ্ঠ নেতাকে গ্রেফতার সম্পূর্ণরুপে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতাকে আটক করা শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের সকল ব্যর্থতা ঢাকতে হাবুডুবু খাচ্ছে। সেজন্য জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হলো। আমি ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’