বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় যুব জোটের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন

মানববন্ধন

খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট।

শনিবার (১২ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ওএমএস কার্যক্রম, ট্রাক সেল বৃদ্ধি এবং রেশনিং পদ্ধতি চালুর দাবি জানায় জাতীয় যুবজোট।

সমাবেশে বক্তারা বলেন, অজুহাত নয়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাণিজ্যমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস যোগাচ্ছে, মূল্যসন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে হোতাদের গ্রেফতার ও বিচার করতে হবে।

জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ