‘নারীর সমঅধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে। দেশে মোট জনগোষ্ঠীর মধ্যে অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

মঙ্গলবার (৮ মাচ) জাপার বনানী কার্যালয়ের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টি আয়োজিত এক আলোচনা সভা এবং নবগঠিত জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের দেশের নারী সমাজ সকল ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে। তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে।

মহিলা পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, এডভোকেট লাকী বেগম, মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নিগার সুলতানা রানী, নুরুন্নাহার বেগম, মাহমুদা রহমান মুন্নি প্রমুখ।