রওশন এরশাদ আগের চেয়ে সুস্থ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ আগের চেয়ে সুস্থ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন

রওশন এরশাদ আগের চেয়ে সুস্থ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আগের চেয়ে অনেক সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ব্যাংকক থেকে ঢাকায় ফিরে এমন তথ্য নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ ট্রাষ্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি ৫ ফেব্রুয়ারি বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যান।

বিজ্ঞাপন

কাজী মামুন আরও জানান, রওশন এরশাদ এখন উঠে বসে স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে তা পরিমানে কম। আপনজনদের সঙ্গে কথাও বলছেন। দেশবাসি ও দলীয় নেতাকর্মী  কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে ব্যাংকক থেকে ওই ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, মা এখন আগের চেয়ে অনেক সুস্থ ও ভাল আছেন। অল্প কথাবার্তাও বলছেন। চিকিৎসকের পরামর্শে নরম সব স্বাভাবিক খাবারই খাচ্ছেন। সাদ তার মায়ের সুস্থতার জন্য দেশবাসি বিশেষ করে নির্বাচনী এলাকা ময়মনসিংহ ও রংপুরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে পার্টির নেতাকর্মী ও সমর্থকদের রওশন এরশাদের সুস্থতা কামনা করে দোয়ার আহবান করেন।

বেগম রওশন এরশাদ গত ৫ নভেম্বর ২০২১ থেকে থাইল্যান্ডের ব্যাংকক বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।