টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জাপার প্রার্থী জহির

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জাপার প্রার্থী জহির

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জাপার প্রার্থী জহির

জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির । জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

আগামী ১৬ জানুয়ারি ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বাছাই ২০ ডিসেম্বর পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর।

বিজ্ঞাপন

আসনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপির মৃত্যুতে শূন্য ঘোষিত হয়। তিনি গত ১৬ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে নৌকা নিয়ে লড়তে যাচ্ছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ।