সরকার আঁতাত করে পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে: মেনন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে মালিক-সরকার আঁতাত করে পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে।
তিনি বলেন, এখানে জনগণের প্রতি সরকার ও মালিকপক্ষ কারও কোনও দায়বদ্ধতা কাজ করেনি। জনগণকে জিম্মি করে ভাড়া বৃদ্ধির জন্য যে নাটক করা হলো তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, কেবল পরিবহন ভাড়া বৃদ্ধিই নয়, একলাফে ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধিও গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রেও জনগণ নয়, বিপিসি-র লাভকেই দেখেছে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাস্তবতা। পাশের দেশ ভারতের সরকার যেখানে রাজস্ব কমিয়ে মূল্যবৃদ্ধি কম রাখার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে সরকার সার্বিক অর্থনীতির স্বার্থে, জনগণের জীবন যাত্রার ব্যয়বৃদ্ধি কোনটাই বিবেচনায় নেয়নি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিপিসি-র যেখানে ৩ হাজার কোটি টাকা লোকসান হতো সেখানে ওই লোকসান ঠেকাতে যে মূল্যবৃদ্ধি করা হলো তাতে কৃষি, শিল্প, বিদ্যুৎখাত ও জনগণের জীবন যাত্রায় হাজার কোটি টাকার লোকসান গুণতে হবে। সরকারের ‘লাভের গুড়, পিঁপড়ায় খেয়ে নেবে’।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের এখন যাবার কোন জায়গা নাই। মূল্যবৃদ্ধির প্রশ্নে বিএনপি সরকার উৎখাতের যে স্লোগান দিচ্ছে তা ফাঁপা বুলি। কারণ ক্ষমতায় থাকা অবস্থায় তারা আরও অধিক হারে কেবল মূল্যবৃদ্ধিই ঘটায় নাই, প্রতিবাদী জনগণকে গুলি করে হত্যা করতে পর্যন্তও দ্বিধা করে নাই। এ কারণে সাধারণ মানুষকেই আজ নিজেদের সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে। এক্ষেত্রে ওয়ার্কার্স পার্টিকে জনগণকেই সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ওয়ার্কার্স পার্টি জনগণের এই সংগ্রামের পাশে আছে ও থাকবে।
প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধ কমরেড আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, কমরেড শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী সাদাকাত হোসেন খান বাবুল, মহানগর কমিটির সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড আব্দুল আহাদ মিনার প্রমুখ।