বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িকতা: হাসানুল হক ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, বাংলাদেশকে আরেকধাপ এগিয়ে নিতে বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু ধর্মান্ধ সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ।এদের সমাজ থেকে নির্মূল করে সাম্প্রদায়িক হামলা পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করে রাজনৈতিক ও সামাজিক শান্তি নিশ্চিত করতে হবে।

রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাসদ সভাপতি ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশে গড় আয়ু, মাথা পিছু আয়, জীবন-যাপনের মান বৃদ্ধি, চরম দারিদ্র হ্রাস, বিদ্যুতায়ন ও যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণসহ দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অনেক উন্নতি হলেও ধর্মান্ধ সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদ, দুর্নীতি ও লুটপাট, দলবাজী, গুণ্ডাতন্ত্র, আর্থ-সামাজিক বৈষম্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। এরা রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে আঘাত করছে। সংবিধান-আইন-কানুন রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

বিচারহীনতার সংস্কৃতির অবসান করে অপরাধী যেই হোক তাদের বিচার ও শাস্তি সম্মুখীন করতে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা, মুক্তবাজার অর্থনীতির ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে দলের নেতা-কর্মীদের প্রতি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছরের মাথায় সংবিধান পর্যালোচনা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে উল্লেখ করে জাসদের পক্ষ থেকে সংবিধান থেকে সামরিক শাসকদের বুটের ছাপ ও গোজামিল দূর করা, রাষ্ট্র-শাসন-প্রশাসন ব্যবস্থাকে আরো গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সিটি কর্পোরেশন-জেলা পরিষদ-উপজেলা পরিষদ-ইউনিয়ন পরিষদ-পৌরসভাসহ সকল স্থানীয় সরকারকে স্বশাসিত ও কার্যকর সংস্থা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা করার প্রস্তাব উত্থাপন করেন।

হাসানুল হক ইনু তার ভাষণের শুরুতেই দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। একই সাথে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন সেই নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাসদের ৪৯ বছরের ইতিহাস প্রমাণ করেছে, জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতারা দলের পাহারাদার মাত্র।

দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মেশাররফ হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, নুরুল আখতার, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন কাউছার, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি এড. মহিবুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম। আলোচনা সভা শেষে মশাল প্রজ্জ্বলন করা হয় এবং মশাল মিছিল শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।