‘পুলিশ গায়েবি তথ্য উৎপাদনের কারখানা’- রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভী।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের কাছে তথ্য আছে বিএনপি আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে। সেই জন্যই বিএনপির সিনিয়র নেতাদের নামে মামলা হয়েছে।’

ওবায়দুল কাদেরকে উদ্দ্যেশ্য করে রিজভী বলেন, ‘আপনাদের (আওয়ামী লীগ) মতো, পুলিশও এখন গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। পুলিশ এমনই যে, ঐ মামলায় বর্ণিত ভাঙচুর হওয়া গাড়ির নম্বরও জানে না।’

তিনি বলেন, ‘সম্প্রতি পুলিশের দায়ের করা মামলায় দুই বছর আগে মারা যাওয়া বিএনপি নেতার নামও রয়েছে। এমনকি হজ্বে থাকাকালীন, হাসপাতালে শায়িত ৮৩ বছর বয়স্ক ব্যক্তি ও বিদেশে অবস্থানরত নেতাকর্মীর নামও রয়েছে।’ 

বিএনপি’র এই নেতা বলেন, `আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, আওয়ামী লীগ চায় আনুগত্যতন্ত্র। সেই জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর একনিষ্ঠ অনুগত পুলিশ দেশজুড়ে গ্রেফতার আর মামলার জাল বিছিয়ে বিরোধী কন্ঠস্বর নীরব রাখতে চাচ্ছে।‘

খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে রিজভী বলেন, ‘মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের লোকেরা দেখা করেছেন। তার শারিরীক অবস্থা দেখে স্বজনেরা ব্যাথিত হয়েছেন। তাঁকে চিকিৎসাহীন অবস্থায় রাখা হয়েছে। বাম হাত, পা ও হাতের আঙুল নাড়াতে কষ্ট হচ্ছে। তাঁর ফিজিও থেরাপিও একরকম বন্ধই করে দেয়া হয়েছে।’

অনতিবিলম্বে খালেদা জিয়াকে তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিয়ে নিশঃর্ত মুক্তির দাবি জানান তিনি।