বিকেলে খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বজনেরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার- মেহেদী হাসান।

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার- মেহেদী হাসান।

 

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার স্বজনেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে স্বজনেরা যাবেন বলে বার্তা২৪.কমকে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ৫ সদস্য আসবেন। যেখানে ভাই ভাবিসহ অন্যান্য স্বজনেরা থাকবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি আছেন তিনি।

এদিকে তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন সময় কর্মসূচিও দিয়ে আসছে দলটি।