পাতানো নির্বাচন করতেই শীর্ষ নেতাদের নামে মামলা: রিজভী
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকার ছক ধরে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পাতানো এবং সাজানো নির্বাচন করতেই সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সোমবার (১ অক্টোবর) পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধশতাধিক সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ।
এছাড়া রমনা থানায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ ৩০ জনের অধিক নেতাকর্মীকে মামলা দেয়া হয়।
এ প্রসঙ্গে রিজভী বলেন, আওয়ামী সরকার আর কোনভাবেই বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না। বিএনপির বিশাল জন সমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। জনসভা শেষে পাইকারি হারে নেতাকর্মীদের গ্রেফতারের পরও সরকারের পরিতৃপ্তি হয়নি। এখন দলের জ্যেষ্ঠ নেতাদের তালিকা ধরে তাদের বিরুদ্ধে হাস্যকর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে ‘আষাঢ়ে গল্পের’ একটা ‘ফরমেট’ সবসময় প্রস্তুত করা থাকে। সময় মতো বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে সেগুলো ব্যবহার করা হয়। এবারেও পুলিশ তাই করেছে।
রিজভী আরও বলেন, সারাদেশ নিঃশব্দ ও জনশূন্য করার পরিকল্পনা বাস্তবায়নের পথে গতকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা সেটিরই প্রথম পদক্ষেপ।