প্রিন্স ফিলিপ এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ এর  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

প্রিন্স ফিলিপ শুক্রবার স্হানীয় সময় সকালে ব্রিটেনের রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।

বিজ্ঞাপন

শোকবার্তায় বলেন, ডিউক অফ এডিনবার্গ নামে পরিচিত 'প্রিন্স ফিলিপ' ৬৯ বছরের রাজত্বকালে রানির পাশে থেকে একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন,যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়। তরুণদের উন্নতি ও বিকাশের বিষয়ে প্রিন্স ফিলিপ চালু করেছিলেন ডিউক অফ এডিনবারা অ্যাওয়ার্ড। সারা বিশ্বে প্রতিবন্ধীদের উৎসাহিত করা ছাড়াও পরিবেশ ও বণ্যপ্রাণী সংরক্ষণ এবং খেলাধুলার প্রতি তাঁর ছিল অদম্য উৎসাহ। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্য নয়,কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালবাসা অর্জন করেছেন।

বিরোধীদলীয় নেতা প্রয়াত প্রিন্স ফিলিপের বিদেহী আত্নার শান্তি কামনা করেন।