মির্জা ফখরুলসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে হাতিরঝিল থানা পুলিশ।

সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ফজলুল করিম বলেন, মির্জা ফখরুল, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খানসহ অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার ৩। মূলত হাতিরঝিল থানার পুলিশের পক্ষে থেকে মামলা করা হয়।

এর আগে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা করেন। জনসভা থেকে কর্মসূচীর ঘোষণা দেয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।