সোহরাওয়ার্দীতে চলছে বিএনপির জনসভা
সোহরাওয়ার্দী উদ্যান থেকে: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির জনসভা চলছে।
সমাবেশে আসা হাজারো নেতাকর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রেখেছে সমাবেশস্থল। এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন। উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীদের জনসভায় অংশ নিতে দেখা যায়।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়।
জনসভায় বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির আসন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সন্মানে সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিতাই চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভা থেকে সরকারের উদ্দেশ্যে ৭ দফা দাবি এবং জনগণের উদ্দেশ্যে ১২ দফা লক্ষ্য (অঙ্গীকার) ঘোষণা করবে দলটি।