জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাকের পার্টির পক্ষ থেকে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জাকের পার্টি চেয়ারম্যানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে একে একে জাকের পার্টির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা জেলা পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব শামসুদ্দিন মোল্লা প্রমুখ।

দেশব্যাপী অভিন্ন কর্মসূচি পালন করছে জাকের পার্টি। সকালে জেলা সদর ও মহানগর কমিটির সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞাপন

শহীদদের রুহের মাগফিরাত এবং বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি কামনা করে বিকালে  জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে জাকের পার্টি কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।