লক্ষ্মীপুর-২ আসনে জাপার প্রার্থী ফায়িজ উল্যাহ শিপন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন

শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন।

শেখ মোহা. ফায়িজ উল্যাহ শিপন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারি কলেজ সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। একজন সফল ব্যবসায়ী স্থানীয়দের কাছে পরিচিত। রোটারিয়ান ক্লাবের সাথে জড়িত শেখ মোহা. ফায়িজ উল্যাহ শিপন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ মার্চ) জাপার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

মনোনয়ন বোর্ডের সভায় অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করায় আসনটি শূন্য হয়। ভোটগ্রহণ করা হবে ১১ এপ্রিল।