ফখরুলের পর সিঙ্গাপুর গেলেন মওদুদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা ছাড়েন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

এর আগে ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয় মওদুদকে। ৬ জানুয়ারি মহাসচিব হাসপাতালে দেখতে যান। ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় মওদুদকে। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর আবার ২১ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। তার সঙ্গে মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।