খালেদাকে দেখতে কারাফটকে স্বজনেরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদাকে দেখতে কারাফটকে স্বজনেরা-ছবি: সৈয়দ মেহেদী হাসান।

খালেদাকে দেখতে কারাফটকে স্বজনেরা-ছবি: সৈয়দ মেহেদী হাসান।

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে এসেছেন স্বজনেরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪ টায় তারা কারাফটকে উপস্থিত হয়।

এসময় স্বজনেরা কারাকর্তৃপক্ষের কাছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ৬ সদস্যের নামের তালিকা জমা দিয়েছেন। কারাকর্তৃপক্ষের অনুমতি হলে তবেই স্বজনেরা কারাগারে প্রবেশ করবেন।

স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাইপো অভিক ইস্কান্দার, অনিক ইসকান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডাক্তার মামুন।

এসময় কারাগার চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।