খালেদার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে: আদালত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত বিশেষ আদালত ৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এছাড়া খালেদা জিয়াকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

বেলা ১১ টা ৩৭ মিনিটে বিচারিক কার্যক্রম শুরু হয়। চলে ১ টা ২৫ মিনিট পর্যন্ত। এরপর ৩৫ মিনিটের বিরতি দেন আদালত।

পরবর্তীতে ২ টায় অন‍্য আসামীদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) খালেদা জিয়া আদালতে হাজির হতে অনিচ্ছুক জানিয়ে কারাকর্তৃপক্ষ প্রতিবেদন দাখিল করে।

এসময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, কারাকর্তৃপক্ষ খালেদা জিয়ার আসতে অনিচ্ছুক শব্দের ভুল ও অপব‍্যাখ‍্যা করেছে। আমরা যতটুকু জেনেছি, তিনি প্রচণ্ড অসুস্থ। অনিচ্ছুক মানে অবজ্ঞা নয়, অসমর্থ।

ঐদিন খালেদা জিয়া অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে কিনা এ বিষয়ে শুনানির দিন বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ধার্য করেন।