খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে দুই আইনজীবী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে দুই আইনজীবী।

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে দুই আইনজীবী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন আদালতে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন তা জানতে কারাগারে প্রবেশ করেছেন তার দুই আইনজীবী।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪ টায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে কারাগারে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন বলে আদালতে লিখিত প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃপক্ষ।

ঐদিন আদালত খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চলবে কিনা সে বিষয়ে আদেশের শুনানির দিন বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ধার্য করে আদালত।