হাবিব-উন-নবী খান সোহেল গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাবিব-উন-নবী খান সোহেল।

হাবিব-উন-নবী খান সোহেল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন চৌধুরী দিদার।

বিজ্ঞাপন

হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়ার ডিসি মাসুদুর রহমান।

মাসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বার্তা২৪.কমকে জানায়, গুলশান থানা পুলিশ হাবিব-উন-নবীকে আটক করেনি। তবে খোঁজ নিতে পারেন,পুলিশের অন্য কোনো ইউনিট আটক করতে পারে।