ক্যান্সারে আক্রান্ত দেড় লাখ, মৃত্যু ১ লাখ ৮ হাজার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ অধিবেশন।

সংসদ অধিবেশন।

গত বছর অর্থাৎ ২০১৮ সালে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৮১ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৮ হাজার ১১৩ জন।

রোববার (০৩ মার্চ) বিকেলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংসদকে এতথ্য জানান।

বিজ্ঞাপন

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বিশ্বস্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স অন ক্যান্সার (আইএআরপি) এর বরাত দিয়ে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, তামাক, দূষণ, অনিরাপদ খাদ্যাভাসের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও গ্লোবাল অ্যাডালট টোব্যাকো সার্ভে (জিএটিএস), ২০০৯ এবং জিএটিএস, ২০১৭ এর তুলনামূলক তথ্যচিত্রে দেখা যায় যে, তামাক ব্যবহারের কারণে ক্যান্সার রোগী ক্রমে হ্রাস পাচ্ছে। (জিএটিএস), ২০০৯ এ তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৩.৩ শতাংশ যা জিএটিএস, ২০১৭ এ ৩৫.৩ শতাংশে নেমে এসেছে। তামাকের বিষয়ে সরকারের গৃহীত আইন প্রণয়ন ও বিভিন্ন জনসচেতনামূলক কার্যক্রম সংসদকে অবিহিত করেন মন্ত্রী।

সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ডাক্তার, নার্স পদায়নের নিমিত্ত নতুনভাবে ডাক্তার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন করে ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। তারমধ্যে ৫ হাজার এর জন্য কার্যক্রম চলমান। অতি দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানান তিনি।