'প্রি-পেইড বিদ্যুৎ মিটারের আওতায় আসবে সকল গ্রাহক'

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার বিদ্যুতের সকল গ্রাহককে পোস্ট পেইড থেকে প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসার লক্ষে কাজ করছে। এরমধ্যে দেশের ১৭ লাখের বেশি গ্রাহক পোস্ট পেইড মিটার থেকে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী ২০২৫ সালের মধ্যে বিদ্যুতের সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, 'বর্তমানের দেশে ১৭ লাখের বেশি বিদ্যুৎ গ্রাহককে পোস্ট পেইড থেকে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। ২০২১ সালের মধ্যে শহর এলাকা এবং ২০২৫ সালের মধ্যে গ্রাম এলাকার সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে।'

সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, '২০১৮ সালে জ্বালানি খাতে ৬৫ লাখ ৫৩০৮ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। এই তেল আমদানি বাবদ আনুমানিক ৩২ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয় হয়েছে।'

দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, 'ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা নিষ্পত্তির পর বাংলাদেশ গভীর ও অগভীর সমুদ্রে পাঁচটি কোম্পানির সঙ্গে চারটি ব্লকে উৎপাদন বণ্টন চুক্তির মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে। এরই মধ্যে ২ডি ও তিনটি সাইসমিক জরিপের কাজ শেষ হয়েছে। বর্তমানে তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজ চলছে।'