সাভারে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, কারখানা বন্ধ ও জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

সাভারে অনুমোদনহীন ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার পরিবহনকালে জব্দ করা হয়েছে। এ সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইলে যানবাহন তদারকির জন্য স্থাপিত চেকপোস্টে এসব নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অটোরিকশায় করে পরিবহনের সময় নকল হ্যান্ড স্যানিটাইজারগুলো জব্দ করেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি বলেন, করোনাভাইরাসের সুযোগ নিয়ে সাভারে অনুমোদনহীন, নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।