অভিনব পদ্ধতিতে খাদ্যসামগ্রী দিলেন এসপি বিপ্লব
রংপুরে অভিনব পদ্ধতিতে খাদ্যসামগ্রী বিতরণ করছেন জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চেয়ারে বসিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেছেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগাছায় ও কাউনিয়াতে ৪০০ পরিবারের মধ্যে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় এসপি বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমি রংপুরে যতদিন আছি, অসহায় মানুষের পাশে থাকব। করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কষ্টে থাকা এসব মানুষদের জন্য পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’
সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সবার জন্য মঙ্গলজনক। করোনা থেকে বাঁচতে হলে এখন ঘরে থাকার বিকল্প নেই।’
পীরগাছার ইটাকুমারি ইউনিয়নের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেয়ারে বসিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে প্রত্যেক পরিবার পাঁজ কেজি চাল, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ ও একটি করে জীবাণুনাশক সাবান, ফেস মাস্ক, স্যাভলন ও হ্যান্ড স্যানিটাইজার পেয়েছেন।
এরআগে সকালে কাউনিয়া থানা প্রাঙ্গণে আরও ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এসপি বিপ্লব কুমার সরকার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।