সঠিক নিয়মে হাত ধোয়া শেখাচ্ছেন সেনা সদস্যরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাত ধোয়া শেখাচ্ছেন সেনা সদস্যরা, ছবি: বার্তা২৪.কম

হাত ধোয়া শেখাচ্ছেন সেনা সদস্যরা, ছবি: বার্তা২৪.কম

করোনার সংক্রমণ রোধে বার বার হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, হাত থেকেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। তাই রংপুরে নিয়ম অনুযায়ী হাত ধোয়া শেখানোর কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর সিটি বাজারের সাধারণ লোকজনকে হাত ধোয়ার নিয়ম শেখাতে দেখা যায় এক সেনা কর্মকর্তাকে।

বিজ্ঞাপন

জানা যায়, নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে ও ঘনবসতি পূর্ণ এলাকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি লোকজনকে সঠিক নিয়মে হাত ধুতে উদ্বুদ্ধ করছেন সেনা সদস্যরা। প্রতিদিনের মতো শুক্রবারও সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে সেনাবাহিনী। রাস্তায় বের হওয়া লোকদের অহেতুক ঘোরাফেরা না করতে নিষেধ করেন।

এব্যাপারে ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এর লে. কর্নেল তারিকুল আলম জানান, সেনাবাহিনী করোনা রোধে জনগণকে সঙ্গরোধ ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন তদারকিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সাথে সড়কে বের হওয়া সাধারণ লোকদের হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর কাজটিও করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যরা সড়কে সড়কে জীবাণুমুক্তকরণ কর্মসূচীর আওতায় স্প্রে ছিটানো এবং অস্থায়ী হ্যান্ড ওয়াশ কর্ণারে হাত ধোয়া শেখাচ্ছেন।