ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে খোকন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বড়চালা গ্রামের রানার অটোমোবাইল কারখানার সামনে এই ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই শ্রমিক স্থানীয় বায়তুল মাকাম জামে মসজিদের তিন তলায় লোহার রড তোলার কাজ করছিলো। এক পর্যায়ে পাশে থাকা বিদ্যুতের লাইনে রড জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত খোকন মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফজল হকের ছেলে বলে জানা গেছে।