মমেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

মমেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

মমেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মমেকের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, চারজনের মধ্যে একজন টাঙ্গাইল জেলার মধুপুরে জ্বর, সর্দি-কাশি নিয়ে মারা যাওয়া রোগী, দুইজন ময়মনসিংহের এসকে হাসপাতালের রোগী এবং অপর একজনের নমুনা সংগ্রহ করা হয় কিশোরগঞ্জ জেলা সদর থেকে। এ চারটি নমুনা পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা শেষে ফলাফল ঢাকায় আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরে বৃহস্পতিবার আইইডিসিআর অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তা জানাবেন।

এদিকে, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও ৫১ জনসহ এক হাজার ৩৮৪ জন প্রবাসী সঙ্গরোধে আছেন। এ পর্যন্ত মোট এক হাজার ১৫১ জন ছাড়পত্র নিয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।