বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন তিনশ জাপানি নাগরিক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিনশ জাপানি নাগরিক বৃহস্পতিবার (২ এপ্রিল) চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়ছেন। কোভিড -১৯ মহামারি জনিত কারণে এখানে আটকা পড়া জাপানি নাগরিকরা ২ এপ্রিল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিও যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বুধবার (১ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি জাপানি নাগরিকদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে সকাল ১০টায় জাপানের নরিতা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ঢাকাস্থ জাপানি দূতাবাস বাংলাদেশ বিমানের মাধ্যমে এই ভাড়া করা উড়োজাহাজটি জোগাড় করেছে।