৬৮০ পরিবারের মধ্যে কাউন্সিলর সেন্টুর খাদ্যসামগ্রী বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কাউন্সিলর সেন্টুর খাদ্যসামগ্রী বিতরণ

কাউন্সিলর সেন্টুর খাদ্যসামগ্রী বিতরণ

করোনা সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকার সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন। এতে বিপাকে পড়েছেন হতদরিদ্র শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তাই এসব অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু। ব্যক্তি উদ্যোগে নিজ এলাকার ৬৮০টি পরিবারের মধ্যে তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি তৈল, এক কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, এক কেজি ডাল ও ১ কেজি চিনি।

এ সময় শামসুদ্দিন আহমেদ সেন্টু বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক প্রত্যেক নাগরিককে ঘরে থাকতে হবে। এতে অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়েছে। তাদের মধ্যে দিনমজুর, রিকশা ও বাসসহ বিভিন্ন পরিবহন শ্রমিকের সংখ্যা বেশি। একজন জনপ্রতিনিধি হিসেবে এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই ব্যক্তিগত উদ্যোগে সামান্য খাদ্যসামগ্রী বিতরণ করছি।