সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

সুন্দরবন, ছবি: বার্তা২৪.কম

সুন্দরবন, ছবি: বার্তা২৪.কম

সুন্দরবনের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জে জলদস্যুদের সঙ্গে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দু’জন র্যাপব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাব-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ।

র‌্যাব-৬ পরিচালক জানান, গুলি বিনিময়ের এ ঘটনায় এক জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। আর হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।