বরিশালে হিজড়াদের মাস্ক বিতরণ করে কাউন্সিলিং
বরিশাল নগরের রসুলপুর বস্তিতে হিজড়াদের বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ কাউন্সিলিং করেছেন শিক্ষানবিশ আইনজীবী ফাতেমা তুজ জোহরা মিতু। তাকে সহযোগিতা করছেন তার ছোট বোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নওরিন।
ফাতেমা তুজ জোহরা মিতু বার্তা২৪.কম-কে বলেন, ‘গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বার্তা২৪.কম-এ অন্য একটি সংবাদ পড়তে গিয়ে ‘নোভেল করোনাভাইরাস সম্পর্কে জানেন না বরিশালের বস্তিবাসী’ এই সংবাদটি চোখে পড়ে। এরপর দুই বোন মিলে নিজেদের অর্থে শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানিটাজার কিনে রসুলপুর বস্তিতে যাই।’
তিনি আরও বলেন ‘সেখানে প্রথমে কয়েক জন হিজড়াদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তার ব্যবহার সম্পর্কে আধাঘণ্টা কাউন্সিলিং করি। পরে বস্তির কয়েকটি বড় পরিবারকে করোনা, বাড়িতে সঙ্গরোধ সম্পর্কে কাউন্সিলিং করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেই।’
এর আগে তারা দুই বোন বাসায় বসে ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।