সাভারে ৪ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দ করা ইলিশ মাছ, ছবি: বার্তা২৪.কম

জব্দ করা ইলিশ মাছ, ছবি: বার্তা২৪.কম

সাভারে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের প্রায় ৮ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় একজনকে জরিমানা করা হয়।

সোমবার (১৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ত থেকে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সাভার উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি বুঝতে পেরে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও চালকসহ পিকআপ ভ্যানটি জব্দ করে উপজেলা চত্বরে আনা হয়।

পরে পিকআপ ভ্যানটির চালক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। তার উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।