পটুয়াখালীতে ৫০ হাজার মিটার ইলিশের জাল জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা নদীতে যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযানে এ জালগুলো জব্দ হয়। অভিযানের সময় অসাধু জেলেরা পালিয়ে যায়, পরে জাল পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু জেলে নদীতে ইলিশ ধরছিল। তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়, এবং অভিযান অব্যাহত থাকবে।