সার্ক ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃৃহীত

করোনাভাইরাস ইস্যুতে রোববার (১৫ মার্চ) বিকেলে সার্ক ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বিজ্ঞাপন

বিশ্ব মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের মধ্যে ভিডিও কনফারেন্স আয়োজনের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে শুক্রবার এ নিয়ে দুটি টুইট করেন নরেন্দ্র মোদি। প্রথম টুইটে মোদি বলেন, আমাদের বিশ্ব এখন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। বিভিন্নভাবে সরকার ও দেশের জনগণ করোনা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। এরপরই তিনি সার্ক নেতাদের মধ্যে ভিডিও কনফারেন্স আয়োজনের কথা বলেন।

আরেক টুইটে তিনি লিখেন, আমি প্রস্তাব উত্থাপন করতে চাই যে, সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের উচিত করোনাভাইরাস প্রতিরোধে শক্তিশালী কৌশল নির্ধারণ করা। আমরা এ আলোচনা করতে পারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করতে পারি।