বাঘায় অপহৃত স্কুলছাত্রী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘায় অপহৃত স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে গাজীপুরের কালিয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকেও গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত যুবকের নাম সবুজ আলী (২২)। তিনি বাঘা উপজেলার কেশবপুর ময়েনের মোড় এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। অপহৃত স্কুলছাত্রী উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও সবুজকে গ্রেফতার করে। পরে তাদেরকে রাজশাহীতে নিয়ে আসা হয়। ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এছাড়া অপহরণকারী সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ সকালে স্কুলে আসার পথে পাকুড়িয়া ইউনিয়নের ময়েনের মোড় থেকে সবুজ আলীসহ ৪ জন পথরোধ করে একটি মাইক্রোতে করে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় সবুজ আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।