ভারত থেকে ২৩ শিক্ষার্থী দেশে ফিরেছেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারত থেকে আসা ২৩ বাংলাদেশি শিক্ষার্থী/ছবি: বার্তা২৪.কম

ভারত থেকে আসা ২৩ বাংলাদেশি শিক্ষার্থী/ছবি: বার্তা২৪.কম

ভারত থেকে ২৩ জন বাংলাদেশি শিক্ষার্থী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৫৬মিনিটে ফ্লাইটটি শিক্ষার্থীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

চীনের উহান থেকে এসব শিক্ষার্থীদের ভারত সরকার নিজ উদ্যোগে দিল্লিতে নিয়ে এসেছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়।

ভারত সরকার যথেষ্ট উদারতা দেখিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বাংলাদেশ সরকার এসব শিক্ষার্থীদের সঙ্গে এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করতো এবং তাদের সুস্থতার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে। কেউ করোনাভাইরাস দ্বারা সংক্রমিত না হওয়ায় ভারত তাদের ফিরিয়ে দিয়েছে।

ঢাকায় পৌঁছানোর পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য যে, দিল্লি থেকে ঢাকায় তাদের প্রত্যাবাসন সম্পর্কিত যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করে। বিভিন্ন দেশে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে।