বস্তিতে আগুনের সূত্রপাত, পুড়েছে গার্মেন্টসও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বার্তা২৪.কম

রাজধানীর মিরপুর ১০ নম্বরের জুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের টানা দুই ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

এর আগে বেলা সোয়া ১ টার দিকে জুটপট্টিতে আগুন লাগে। যা পরবর্তীতে বস্তির পাশের খান গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। গার্মেন্টসটির দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে যায় বলে জানা যায়।

বিজ্ঞাপন

গার্মেন্টসের আগুনের বিষয়ে মালিক পক্ষের হাফিজুর রহমান বলেন, আগুন লাগার সময় লাঞ্চ ব্রেক চলছিল। এ কারণে সবাই বাইরে ছিল। যে কয়েকজন বাকি ছিল তারাও বস্তিতে আগুন দেখে বের হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন: মিরপুর ১০ এর ঝুটপট্টিতে আগুন