ইতালি ফেরত যাত্রীদের পুলিশি তত্ত্বাবধায়নে পাঠানো হবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইতালি ফেরত যাত্রীদের পুলিশি তত্ত্বাবধায়নে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। শুক্রবার (১৪ মার্চ) সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইতালি ফেরতদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষে পুলিশি তত্ত্বাবধায়নে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে। রাস্তায় যাতে তারা না নামতে পারে সে জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাড়িতে যাওয়ার পর অবশ্যই তাদের হোম সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) থাকতে হবে।

বিজ্ঞাপন